লক্ষ্মীপুরের রামগতিতে ১৩ ড্রাম চিংড়ি রেনুসহ ২জন আটক

Sarwar Sarwar

Miran

প্রকাশিত: ৮:০৭ অপরাহ্ণ, জুন ৯, ২০২২

দেশালোকঃ

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বিবিবহাট এলাকায় অভিযান চালিয়ে ১৩ ড্রাম গলদা  চিংড়ির রেনুসহ দুজনকে আটক করেছে মোবাইল কোর্ট। আটকৃতরা হলেন রঘুনাথপুর এলাকার বদিউল বলমের ছেলে রেণু ব্যবসায়ী মোঃ বাবর (৩২) এবং বড়খেরী এলাকার মাহে আলমের ছেলে ট্রাক চালক মোঃ আপন (৩৫)।

উপজেলা কোস্ট গার্ডসূত্রে জানা যায়, ৮ জুন, বুধবার রাতে বিসিজি স্টেশান রামগতি মেঘনা নদী সংলগ্ন বিবিরহাট এলাকায় অভিযান চালায়।  এতে একটি ট্রাক তল্লাশি করে ১৩টি ড্রামে ৫,৬০,০০০ পিস গলদা রেনু পোনা জব্দ করা হয়।

জব্দকৃত রেনু পোনা উপজেলা নির্বাহী কর্মকর্তা, রামগতি ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন এর উপস্থিতিতে উপজেলা পরিষদ পুকুরে অবমুক্ত করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম শান্তুনু চৌধুরী। এ সময় আটককৃতদের ৫,০০০ টাকা করে সর্বমোট ১০,০০০ টাকা জরিমানা করা হয়। এছাড়াও জব্দকৃত ট্রাকটি মৎস্য বিভাগের নিকট হস্তান্তর করা হয়।