রামগতিতে তিন ইটভাটা গুটিয়ে দিয়েছে প্রশাসন Sarwar Sarwar Miran প্রকাশিত: ১২:১৭ পূর্বাহ্ণ, নভেম্বর ২৯, ২০২২ দেশালোক: প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় লক্ষ্মীপুরের রামগতিতে তিনটি ইটভাটা সম্পূর্ন গুটিয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। ভাটাগুলো হচ্ছে চররমিজ ইউনিয়নের মেসার্স আমরি ব্রিকস্, মেসার্স তৃষা ব্রিকস্ এবং মেসার্স আল্লাহর দান ব্রিকস। ২৮ নভেম্বর (সোমবার) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহি ম্যাজিস্ট্রেড এসএম শান্তুনু চৌধুরীর নেতৃত্বে পরিচালিত এক মোবাইল কোর্ট অভিযানে এসব ইটভাটা গুটিয়ে দেয়া হয়। এসময় আর্থিক জরিমানা করা হয় তিন ভাটা মালিককেও। এ সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক হারুন অর রশিদ, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো: আবুল হাসনাত খান, উপজেলা ফায়ার সার্ভিস এবং রামগতি থানার কর্মকর্তারা। গত এক সাপ্তাহে উপজেলার বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে চিমনি ধ্বংসের পাশাপাশি ১১টি অবৈধ ইটভাটায় সাড়ে ৯লক্ষ টাকা জরিমানা এবং একজনকে জেলা দেয়া হয়। উপজেলা নির্বাহি কর্মকর্তা এসএম শান্তুনু চৌধুরী জানান, পরিবেশ রক্ষা ও জনস্বার্থ বিবেচনা করে অবৈধ ইটভাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। SHARES আইন আদালত বিষয়: