ইটভাটায় বিদ্যুতের কাজ করতে গিয়ে রামগতিতে একজনের মৃত্যু

Sarwar Sarwar

Miran

প্রকাশিত: ৯:৫৭ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০২৩

দেশালোক:

ইটভাটায় বৈদ্যুতিক কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে লক্ষ্মীপুরের রামগতিতে আরিফ ইমতিয়াজ রোবেল (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার চরআলগী ইউনিয়নের মেসার্স হাসিনা ব্রিকস্ ফিল্ডে বৈদ্যুতিক কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত রোবেল চরটগবী (শিকদার বাড়ি) গ্রামের মো: কারিমুল হকের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সদ্য বিদেশ ফেরত রোবেল ভগ্নিপতির সাথে স্থানীয় আওয়ামীলীগ নেতা শাহেদ আলী মনু’র মালিকানাধীন ওই ইটভাটায় বৈদ্যুতিক সরঞ্জামের সারাইয়ের কাজ করছিলেন। এ সময় অসতর্কতাবশত: শটসার্কিটের শিকার হন। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি।

রামগতি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সাইফুদ্দিন আনোয়ার জানান, লাশ উদ্ধার করে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। এ বিষয়ে অভিযোগ পেলে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।