রামগতিতে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী পলাতক Sarwar Sarwar Miran প্রকাশিত: ৮:১৯ অপরাহ্ণ, জুন ২০, ২০২৪ দেশালোক: লক্ষ্মীপুরের রামগতিতে স্ত্রী শাহনাজ বেগম (৩০) কে উপর্যুপরি কুপিয়ে হত্যার করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্বামী শিহাব উদ্দিন পলাতক রয়েছেন। ২০ জুন বৃহস্পতিবার সকালে উপজেলার আলেকজান্ডার ইউনিয়নের ৭নং ওয়ার্ড সুজনগ্রামের আলী আকবর খাঁর বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে রামগতি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃত শাহনাজের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। পরে লাশের ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রেরন করা হয়। শাহনাজ চরপোড়াগাছা ইউনিয়নের কলাকোপা গ্রামের কোডেক কলোনীর ফছিয়ল আলমের মেয়ে। স্বামী শিহাব উদ্দিন রামগতি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের জয়নাল আবেদীনের ছেলে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ১৪ বছর আগে পারিবারিক ভাবে শাহনাজ ও শিহাব উদ্দিনের বিবাহ হয়। বিবাহের পর শিহাব স্ত্রীকে তার বাড়িতে উঠিয়ে নিয়ে আসেন। পরে শিহাব সুজন গ্রামের হাজী মহসিন হাওলাদার জামে মসজিদের মুয়াজ্জিনের চাকরি নেন সেই সুবাদে তিনি স্ত্রীকে নিয়ে মসজিদের পাশে আলী আকবর খাঁর বাড়িতে একটি ঘরে ভাড়ায় থাকতেন। তাদের সংসারে অদ্যবধি কোন সন্তান জন্ম হয়নি। এতে পরস্পরকে দোষারোপ করে বিভিন্ন সময় ঝগড়া ঝাটি হতো ঘটনার দিন শিহাব উদ্দিন পাশের বাড়ির একটি ছাগল জবাই করতে যান সেখান থেকে ফিরে এসে দেখেন স্ত্রী কাপড় চোপড় ঘুচিয়ে বাপের বাড়ি রওয়ানা দিচ্ছেন। শিহাব বাপের বাড়ি যেতে নিষেধ করলে একপর্যায়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে ক্ষিপ্ত হয়ে শিহাব ছাগল জবাই করা ধারালো ছুরি দিয়ে উপুর্জপুরি কুপিয়ে ঘরের পিছন দিক দিয়ে পালিয়ে যান। অতিরিক্ত রক্তখরনে ঘটনাস্থলে স্ত্রী শাহনাজের মৃত্যু হয়। রামগতি থানা অফিসার ইনচার্জ মোঃ মোসলেহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিহাব উদ্দিন ও তার স্ত্রী শাহনাজ বেগমের প্রায় ঝগড়া বিবাদের ঘটনা ঘটতো বলে খবর পাওয়া যায়। ঘটনার দিন ও তাদের ঝঘড়া হয়েছে বলে জানা যায়। স্ত্রী হত্যার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শাহনাজের মৃতদেহ উদ্ধার করা হয়। পরে ময়না তদন্তের জন্য লাশ লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছে। তাকে ধরতে অভিযান চলছে। এ ঘটনায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে। SHARES আইন আদালত বিষয়: