রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডিজিটাল এক্স-রে উদ্বোধন

Sarwar Sarwar

Miran

প্রকাশিত: ৮:২৩ অপরাহ্ণ, জুন ২০, ২০২৪

দেশালোক:

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালের ডিজিটাল এক্স-রে মেশিন উদ্বোধন করা হয়েছে। আজ ২০ (জুন) বৃহস্পতিবার সকালে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) সংসদীয় আসনের সংসদ সদস্য মো: আবদুল্যাহ আল (মামুন)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদ সোহেল, উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আমজাদ হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামনাশীষ মজুমদার, অন্যান্যদের উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নাজিম উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান মীর মর্জিনা, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবদুল ওয়াহেদ মুরাদ, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও বিআরডিবির চেয়ারম্যান শোয়াইব হোসেন খন্দকার, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ গোলাম সারোয়ার প্রমুখ।

উদ্বোধন কালে প্রধান অতিথি বলেন, চিকিৎসা সেবায় মানুষ বঞ্চিত হবেন না। আজ ডিজিটাল এক্স-রে উদ্বোধন করা হয়েছে পর্যায়ক্রমে চিকিৎসা সরঞ্জাম ও বিভাগভিত্তিক সকল ডাক্তারের অবস্থান নিশ্চিত করা হবে। এছাড়াও হাসপাতালকে ৩১থেকে ৫০শয্যায় উন্নিত করার কার্যক্রম শুরু করা হয়েছে।