ভূলুয়া নদী দখলমুক্ত করতে রামগতিতে মানববন্ধন

Sarwar Sarwar

Miran

প্রকাশিত: ৭:২৪ অপরাহ্ণ, আগস্ট ১৮, ২০২৪

সুরাইয়া আক্তার: 

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার ঐতিহ্যবাহী ভূলুয়া নদীতে অবৈধ বাঁধ দিয়ে পানি প্রবাহ বন্ধ ও দখলের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
১৮ আগস্ট (রোববার) দুপুরে উপজেলা পরিষদের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ হারুন, সাবেক চেয়ারম্যান মুফতী নুরুল্লাহ খালিদ, ইউপি সদস্য মহিন উদ্দিন, নিজাম উদ্দিন মেম্বার, কমলনগর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আখতার মাহমুদ, বোরহান উদ্দিন পাটোয়ারী ও মোঃ খোকন প্রমুখ।

বক্তারা বলেন, লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর উপজেলার তোরাবগন্জ, চরকাদিরা হয়ে রামগতি উপজেলার চরবাদাম, চরপোড়াগাছা, চরকলাকোপা, চরআলগী ইউনিয়নের প্রায় ৫০ হাজার মানুষ পানি বন্ধি হয়ে পড়েছে। এবং হাজার হাজার হেক্টর জমির ফসল পানির নিচে নষ্ট হয়ে যাচ্ছে। কমলনগর উপজেলা চেয়ারম্যান মাওলানা খালেদ সাইফুল্লাহর নেতৃত্বে রামগতি-কমলনগর উপজেলার দুই ইউএনও মিলে কয়েকদিন আগে কিছু বাঁধ কেটে দিয়েছেন।  এতে পুরোপুরি পানি নিষ্কাশন হয়নি। স্থায়ীভাবে এসব বাঁধ কেটে না দিলে এ অঞ্চলের ৫০ হাজারের অধিক মানুষ নানা ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ অঞ্চলের ভূলুয়া নদীর মাঝখানে শত শত বাঁধ দিয়ে নদীটি দখল করে রাখায় এমন অবস্থা সৃষ্টি হয়েছে। বক্তারা আরও বলেন, প্রশাসন এসব বাঁধ গুলো কেটে দিয়ে আসার পর পরই আবার ওই দখলবাজরা নদীতে আবার বাঁধ দিয়ে পানি নিষ্কাশন বন্ধ করে রাখে। এসব দখলবাজদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে প্রশাসনের প্রতি আহবান জানানো হয়।  তারা অবিলম্বে ভূলুয়া নদী খনন করার দাবীও জানান। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আমজাদ হোসেন এর নিকট স্মারকলিপি জমা দেন।