রামগতি সৎ ছেলের হাতে মা, ভাইসহ ৩জন খুন

Sarwar Sarwar

Miran

প্রকাশিত: ৭:২৯ অপরাহ্ণ, আগস্ট ১৮, ২০২৪

দেশালোক: 

পারিবারিক কলহের জেরে লক্ষ্মীপুরের রামগতিতে সৎ ছেলের হাতে মা, ছোটভাই এবং ভাগনিকে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যার ঘটনা ঘটেছে। ১৭ আগস্ট (শনিবার) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার ৩নং চরপোড়াগাছা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কিল্লারপাড় সিডু মেস্তুরির বাড়িতে এ ঘটনা ঘটে।  নিহতরা হচ্ছেন- সিডু মিস্ত্রির দ্বিতীয় স্ত্রী ছকিনা বেগম (৪০), তার ছেলে মো: মাহিন (৬) এবং নাতনি ফারিয়া আক্তার (৪)।  এ ঘটনার হোতা খুনি আরিফ হোসেনকে (২৮) স্থানীয় জনতা আটক করে পুলিশের হাতে সোপর্দ করে।

এলাকাবাসী এবং প্রত্যক্ষদর্শীসূত্রে জানা যায়, স্থানীয় সিডু মিস্ত্রি প্রথম বিয়ে করেন ভোলা জেলায়। আরিফ প্রথম স্ত্রীর ছেলে। সে দীর্ঘদিন ধরে ঢাকায় থাকে। বৃহস্পতিবার বাবার বাড়ি রামগতিতে আসে। পারিবারিক বিভিন্ন বিষয় এবং বাবার দ্বিতীয় বিয়ে নিয়ে সৎ মায়ের সাথে ঝগড়াঝাটির একপর্যায়ে প্রথমে সৎমাকে জবাই করে । ঘটনাটি দেখে ফেলায় ছোট ভাই ও ভাগ্নিকেও জবাই করে হত্যা করে আরিফ। খবর পেয়ে সেনাবাহিনীর একটি টিম এবং পুলিশ ঘটনাস্থলে যায়। স্থানীয়রা ঘাতক আরিফকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে  সোপর্দ করেন। উল্লেখ্য, ঘটনার সময় সিডু মিস্ত্রি বাড়িতে ছিলেন না।

চরপোড়াগাছা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য হুমায়ুন কবির সবুজ জানান, ঘাতককে আটক করে  আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে। রামগতি থানার অফিসার ইনচার্জ মোসলেহ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।  তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।