রামগতিতে মেঘনায় অজ্ঞাত লাশ উদ্ধার

Sarwar Sarwar

Miran

প্রকাশিত: ১০:৩৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২৪

দেশালোক:

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার মেঘনা নদীর পাড় থেকে অজ্ঞাত অর্ধগলিত লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ । শুক্রবার দুপুরের দিকে উপজেলার চর আলেকজান্ডার ইউনিয়নের সেবাগ্রামে মেঘনা তীর থেকে এ লাশ উদ্ধার করা হয়।

নৌ-পুলিশ ও এলাকাবাসীসূত্রে জানা যায়, নদীর পানি থেকে আনুমানিক ১০ফুট উপরে তীরে মরদেহটি পড়ে থাকা অবস্থায় দেখতে পান। খবর পেয়ে লাশটি উদ্ধার করে নৌ পুলিশ। ধারনা করা হচ্ছে- অজ্ঞাত পুরুষ লাশটি ১৫দিন আগে মারা গেছে। তারা শরীরে কোন চামড়া ছিল না। তাই আঙ্গুলের চাপ নেওয়া সম্ভব হয়নি।

বড়খেরী নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: ফেরদৌস আহাম্মদ জানান, লাশটি উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। স্বজনের খোঁজ না পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন শেষে বেওয়ারিশ লাশ হিসেবে সৎকারের সুপারিশ করা হবে।