রামগতিতে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সাথে ইউএনও’র মতবিনিময়

Sarwar Sarwar

Miran

প্রকাশিত: ৭:০৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২৪

যোবায়ের হাসান:

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের স্কুল, কলেজ এবং মাদরাসার প্রতিষ্ঠান প্রধানদের সাথে মতবিনিময় করেছে উপজেলা প্রশাসন। ৩সেপ্টেম্বর মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রতিষ্ঠান প্রধানদের সাথে অংশ নেন ম্যানেজিং কমিটি এবং গর্ভনিংবডির সভাপতিসহ শিক্ষক প্রতিনিধিদের একটি দল।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি কর্মকর্তা, উপজেলা প্রশাসক এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের সভাপতি সৈয়দ আমজাদ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দিদার হোসেন, জামায়াতের জেলা নায়েবে আমির এআর হাফিজ উল্যাহ, উপজেলা বিএনপির আহবায়ক ডা: জামাল উদ্দিন, সদস্য সচিব সিরাজ উদ্দিন, সাবেক মেয়র পৌর বিএনপির সভাপতি শাহেদ আলী পটুসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

সভায় উপজেলার সবগুলো শিক্ষা প্রতিষ্ঠানে পড়ালেখার যথাযথ পরিবেশ রক্ষা ও শিক্ষা মান উন্নয়নে বিভিন্ন মতামত ও দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। প্রশাসন এবং বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।