শিক্ষা কমিশন গঠন ও জাতীয়করনের দাবিতে লক্ষ্মীপুরে আলোচনা- র‌্যালি

Sarwar Sarwar

Miran

প্রকাশিত: ২:০০ অপরাহ্ণ, অক্টোবর ৮, ২০২৪

যোবায়ের হাসান, লক্ষ্মীপুর থেকে:
শিক্ষা কমিশন গঠন ও এমপিওভূক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের চাকুরী জাতীয়করনের দাবিতে লক্ষ্মীপুরে আলোচনা সভা ও র‌্যালি করেছে শিক্ষকরা। ৭ অক্টোবর সোমবার উপজেলা পরিষদ প্রাঙ্গনে লক্ষ্মীপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আয়োজনে এ সভায় উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীগণ অংশ নিয়েছেন।

এতে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি হাজীরপাড়া হামিদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক খিলবাইচা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন।

এ সময় শিক্ষক নেতারা এমপিওভূক্ত শিক্ষক-কর্মচারীদের চাকুরী দ্রুত জাতীয়করণসহ বিভিন্ন বৈষম্য দূরীকরনের দাবি জানান প্রধান উপদেষ্টাসহ শিক্ষা উপদেষ্টার কাছে।

বক্তারা বলেন, অতীতে বেসরকারি এমপিওভূক্ত শিক্ষক-কর্মচারীদের সাথে অনেক অন্যায়-অবিচার ও বৈষম্য করা হয়েছে। একই সিলেবাসে পাঠদান করে কেউ সরকারি আবার কেউ বেসরকারি- এটা স্পষ্টত বৈষম্য। তাই সকল বৈষম্য দুর করতে সবার আগে জাতীয়করন করতে হবে। জাতীয়করণের ফলে প্রান্তিক পর্যায়ে শিক্ষার্থীরা শিক্ষা অর্জনের পথ সুষম নীতির সুবিধা পাবে। বিগত দিনগুলোতে সব সরকারই নানান দোহাই দিয়ে আমাদেরকে বঞ্চিত করে রেখেছে। আমরা ছাত্র-জনতার অভ্যূথানে অর্জিত নতুন বাংলাদেশে শিক্ষার যাবতীয় বৈষম্য ও অপ্রাপ্তি দুর করতে এমপিওভূক্ত শিক্ষক-কর্মচারীদের চাকুরী জাতীয়করনের জোর দাবি জানাই।

তারা আরো বলেন, দ্রুত জাতীয়করনের সিদ্ধান্ত না আসলে লাগাতার কর্মসূচি পালন করা হবে।