ভুলুয়ার খনন ও দখলমুক্ত করতে উপদেষ্টাসহ সবজায়গায় যাব- তানিয়া রব Sarwar Sarwar Miran প্রকাশিত: ৯:২৯ অপরাহ্ণ, অক্টোবর ৯, ২০২৪ সুরাইয়া আক্তার: গত দুই মাস ধরে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার ভুলুয়া নদী সংলগ্ন বিস্তীর্ণ এলাকায় বন্যা কবলিত থাকায় এসব এলাকা পরিদর্শন করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডি সহসভাপতি তানিয়া বর। বুধবার দুপুরে উপজেলার চরপোড়াগাছা ইউনিয়নের ছেউয়াখালী সেতুর দুপাশে পরিদর্শনে আসেন তিনি। এসময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহি প্রকৌশলী নাহিদ উজ জামান, উপ-বিভাগীয় প্রকৌশলী ইমতিয়াজ মাহমুদ, উপ সহকারী প্রকৌশলী তনয় রায় চৌধুরী। এ সময় উপজেলা জেএসডির আয়োজনে সংক্ষিপ্ত এক পথসভায় পানি উন্নয়ন বোর্ডের পরিকল্পনা তুলে ধরেন কর্মকর্তারা। প্রধান অতিথির বক্তব্যে তানিয়া রব বলেন, দীর্ঘদিন ধরে বন্যা কবলিত থাকায় মানবিক দিক বিবেচনা করে কর্মকর্তাদের দিয়ে পরিদর্শনের ব্যবস্থা করেছি। আশাকরি দ্রুতই নদী খননের কাজ শুরু হবে। পাশাপাশি মনুষ্যসৃষ্ট প্রতিবন্ধকতাগুলো দূর করার জন্য স্থানীয়দের অনুরোধ করেন জেএসডির এ নেতা। জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহি প্রকৌশলী নাহিদ উজ জামান বলেন, লক্ষ্মীপুর, নোয়াখালী ও ফেনী জেলায় বন্যা পরিস্থিতি বিবেচনা করে প্রথম প্রায়োরিটি হিসেবে ভুলুয়াকে দখলমুক্তকরন ও খনন কার্য সম্পন্ন করা হবে। বিশেষ করে লক্ষ্মীপুরের রামগতি, কমলনগর এবং সদর উপজেলা ও নোয়াখালী জেলার সুবর্ণচর ও সদর উপজেলার বন্যা পরিস্থিতি উন্নতিতে এ ভুলুয়া নদী খনন করার প্রকল্প অগ্রাধিকারভিত্তিতে নেওয়া হয়েছে। ইতিমধ্যে সার্ভে করা হয়েছে। পাশাপাশি শুকনো মৌসুমে পানি ধরে রেখে কৃষিকাজে লাগানোর জন্য এ নদীর উৎপত্তিস্থলে একটি রেগুলেটর (স্লুইসগেট) নির্মান করা হবে। দ্রুতই ভুলুয়াকে দখলমুক্ত করা ও খননের কাজ শুরু করবে সরকার। স্থানীয় জেএসডির নেতাকর্মীদের তত্বাবধানে অতিথিরা ভুলুয়া নদীর অবৈধ বাঁধ, দখলস্থানসহ বেশ কয়েকটি পয়েন্ট পরিদর্শন করেছেন। এ সময় বন্যা পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন চর পোড়াগাছা ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আমিন হাওলাদার, উপজেলা জেএসডি সাধারণ সম্পাদক লোকমান হোসেন বাবলুসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। SHARES আইন আদালত বিষয়: