রামগতি থেকে হারিয়ে যাওয়া আরিফকে চট্টগ্রাম থেকে উদ্ধার

Sarwar Sarwar

Miran

প্রকাশিত: ১২:১৩ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২৫

দেশালোক:

গত ১০জানুয়ারি লক্ষ্মীপুরের রামগতি থেকে নিখোঁজ হওয়া আরিফ হোসেন (১৭) কে চট্টগ্রাম থেকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে চট্টগ্রামের হাটহাজারী থানার মধুনাঘাট পুলিশ ফাঁড়ি এলাকা থেকে তাকে উদ্ধার করে স্থানীয় পুলিশ।

পুলিশ ও আরিফের পরিবারসূত্রে জানা যায়, পুলিশ ফাঁড়ি সংলগ্ন একটি চা দোকানের আশপাশে পুলিশের একজন সোর্স তাকে ঘোরাঘুরি করতে দেখে। অপরিচিত মনে হওয়ায় তাকে নাম-ঠিকানা জিজ্ঞেসা করা হয়। অসংলগ্ন কথা-বার্তা বলায় তাকে পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়। পরে সঠিক নাম-ঠিকানা বলায় রামগতি থানা পুলিশের সাথে যোগাযোগ করেন তারা। পরে পরিবারের সদস্যসহ পুলিশের একটা টিম চট্টগ্রাম গিয়ে তাকে নিয়ে আসেন।

আরিফের বড় ভাই মো: জাকির হোসেন জানান, প্রায় ১৫দিন পর ছোট ভাইকে খুঁজে পেয়েছি। আইনশৃঙ্খলা বাহিনীসহ সবার প্রতি কৃতজ্ঞ।
রামগতি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: কবির হোসেন জানান, রামগতি পৌরসভার ৯নং ওয়ার্ড থেকে আরিফ হোসেন হারিয়ে গেছে মর্মে থানায় একটি সাধারন ডায়েরি (জিডি) করা হয়। এরপর থেকে আরিফকে উদ্ধারের প্রক্রিয়া শুরু করি আমরা। চট্টগ্রাম থেকে গতরাতে উদ্ধার করে শুক্রবার সকালে পরিবারের সদস্যদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, আরিফ হোসেন গত ১০জানুয়ারি রামগতি পৌরসভার ৯নং ওয়ার্ডস্থ নুরিয়া হাজীরহাট বাজার এলাকা থেকে নিখোঁজ হয়। বিভিন্ন স্থানে খোঁজ-খবর নিয়ে এবং মাইকিং করেও তার সন্ধান মেলেনি। তার বাবার নাম আজাদ উদ্দিন এবং মায়ের নাম জোসনা বেগম। সে বাবার মালিকানাধীন নার্সারির কাজে সহায়তা করত।