ভূমি সংক্রান্ত জেরে রামগতিতে এক পরিবারকে হয়রানির অভিযোগ Sarwar Sarwar Miran প্রকাশিত: ১১:৫৩ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২৫ দেশালোক: লক্ষ্মীপুরের রামগতিতে ভূমি সংক্রান্ত সমস্যার জের ধরে মো: বশির আহম্মদ (৬৫) নামের এক ব্যক্তি ও তার পরিবারকে হামলা-মামলা ও হুমকি ধামকি দিয়ে হয়রানি করার অভিযোগ উঠেছে। জানা যায়, উপজেলার চর পোড়াগাছা ইউনিয়নের ৬নং ওয়াার্ড এলাকার বাসিন্দা বশির আহম্মদ খরিদসূত্রে মালিকানা দখলস্বত্তে ১শ ১৯ডিসিমেল ভূমি ৫০বছর ধরে ভোগ-দখল করে স্থায়ীভাবে বসবাস করে আসছেন। এ সম্পত্তি জোর জবরদস্তি করে অবৈধভাবে দখল করতে স্থানীয় আলী আজ্জমসহ একটি পক্ষ উঠে-পড়ে লেগেছেন। ভুক্তভোগি বশির আহমেদ শুক্রবার গণমাধ্যম কর্মীদেরকে জানান, ক্রয়সূত্রে মালিকানা লাভ করে উক্ত জমি ভোগ করছেন। ভুয়া কাগজপত্র তৈরি ও ক্ষমতার অপব্যবহার করে স্থানীয় আলী আজ্জম, মোহাম¥দ মোস্তফাসহ বেশ কয়েকজন প্রভাবশালী একাধিকবার হামলা ও মামলা করে সম্পত্তির দখল নিতে উঠে পড়ে লেগেছেন। তিনি আরো বলেন, “আমি দীর্ঘ সময় ধরে আমার জমিটি ভোগ করছি। বাড়ির সীমানা অংশে ঝড়ে পড়ে যাওয়া গাছ কাটতে গেলে বাধা দেয় তারা। সংঘবদ্ধভাবে হামলা করে আমার একটি বসতঘর ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে তারা। মিথ্যা মামলা দিয়ে আমিসহ পরিবারের বেশ কয়েকজন সদস্যকে জেলও খাটতেও হয়েছে। তিনি জানান, কোথাও বিচার না পাওয়ায় বাধ্য হয়ে লক্ষ্মীপুর ল্যান্ড সার্ভে টাইব্যুনালে মালমা করেছি। বশির আহমদের মেয়ে ইয়ানুর (৪০) আক্তার জানান, আমার বাবা অসহায় বলে আমাদের সম্পত্তিতে প্রভাবশালীদের নজর লেগেছে। নারী হয়েও আলী আজ্জম গংদের হামলা থেকেও আমি রক্ষা পাইনি। আমার এসএসসি পড়ুয়া ছেলেকেও জেল খাটতে হয়েছে মিথ্যা মামলায়। বশির আহম্মদ জানান, আমি পরিবারসহ আতঙ্কে আছি। সরকারের কাছে বিচার চাই। অভিযোগ বিষয়ে আলী আজ্জম জানান, আমার বিরুদ্ধে কেন এলএসটি মামলা করা হয়েছে তা আমার জানা নেই। আমি জমি বিক্রি করিনি, করেছে অন্যান্য ওয়ারিশরা। কাউকে হুমকি-ধামকি আমি দিই নাই। উল্টো তারাই আমাকে হুমকি দেয়, গাছপালা কেটে নেয়। আমি কোন ঝামেলা করতে চাইনা বলেই আইনীভাবে মোকাবেলা করছি। SHARES আইন আদালত বিষয়: