রামগতিতে  অমর একুশে পালন: ৪ পাবলিক লাইব্রেরি উদ্বোধন

Sarwar Sarwar

Miran

প্রকাশিত: ৯:৩৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২৫

দেশালোক:
শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ অর্পন, র্যালী-আলোচনা সভা, গ্রন্থাগার উদ্বোধন, চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতাসহ নানান আয়োজনের মধ্য দিয়ে লক্ষ্মীপুরের রামগতিতে পালিত হয়েছে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ২১ ফেব্রুয়ারি (শুক্রবার) দিনের প্রথম প্রহরে উপজেলা চত্ত্বরে কেন্দ্রিয় শহিদমিনারে পুষ্পমাল্য অর্পন করেন উপজেলা নির্বাহি কর্মকর্তা সৈয়দ আমজাদ হোসেন এর নেতৃত্ব উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকতা-কর্মচারীগন।

সকাল দশটায় উপজেলা পরিষদ হল রুমে আলোচনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি কর্মকতার্ সৈয়দ আমজাদ হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা, রামগতি থানার অফিসার ইনচার্জ মো: কবির হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতার্ ডা: কামনাশীষ মজুমদার, উপজেলা বিএনপির আহবায়ক ডা: জামাল উদ্দিন, উপজেলা জামায়াতের আমির মাওলানা আবদুর রহিম, উপজেলা জেএসডি সাধারণ সম্পাদক লোকমান হোসেন বাবলুসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের প্রমুখ নেতৃবৃন্দ।

এর আগে সকাল ছয়টায় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন রামগতি থানা, উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডি, রামগতি পৌরসভা, উপজেলা স্বাস্থ্য প্রশাসন, আসম আবদুর রব সরকারি কলেজসহ বিভিন্ন সংগঠন। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রভাতফেরি, আলোচনা সভা, দোয়া-মোনাজাত, চিত্রাংকন ও আবৃত্তি-রচনা প্রতিযোগিতাসহ নানান অনুষ্ঠান পালন করে।

এছাড়াও শুক্রবার দুপুরে লক্ষ্মীপুর জেলা প্রশাসনের উদ্যোগে এবং রামগতি উপজেলা প্রশাসনের বাস্তবায়নে উপজেলার আটটি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে পাবলিক লাইব্রেরি স্থাপন কার্যক্রমের অংশ হিসেবে প্রথম পর্যায়ে চর আলেকজান্ডার, চর রমিজ, চর পোড়াগাছা এবং চর গাজী ইউনিয়নে ৪টি পাবলিক লাইব্রেরি উদ্বোধন করা হয়। পুুরো জেলায় একযোগে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার।