আদালতে মামলার জেরে বসতঘরে হামলা-ভাংচুর আহত: ২

Sarwar Sarwar

Miran

প্রকাশিত: ১০:০১ অপরাহ্ণ, মে ১১, ২০২৫

দেশালোক: 

জমিজমা সংক্রান্ত বিষয়ে আদালতে মামলা করার জেরে লক্ষ্মীপুরর রামগতিতে বসতঘরে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় একই পরিবারের দু্ইজন আহত হয়েছে। ৯মে, শুক্রবার দুপুরে উপজেলার চর পোড়াগাছা ইউনিয়নের গুচ্ছগ্রাম এলাকার শিপন রানী সাহার বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগি ও স্থানীয়রা জানান, শিপন রানী সাহা ও একই বাড়ীর অনুব্রত দাস, জয়দেব দাসদের মধ্যে বাড়ীর সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিবোধ চলে আসছে। এ নিয়ে আদালতে সি.আর মামলা হয়। শিপন রানী সাহার পিতা বেনী লাল সাহা অভিযোগ করে বলেন, সম্প্রতি বাড়ী থেকে জোরপূর্বক বেশকিছু গাছ কেটে নিয়ে যাওয়ার ঘটনায় ঐ এলাকার বাবুল চন্দ্র দাসসহ ৬জনের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়। এতে তারা ক্ষি্রপ্ত হয়ে ঘটনার দিন দুপুরে অনুব্রত দাস ও জয়দেব দাসের নেতৃত্বে ১৫/২০ জনের একটি সংঘবদ্ধদল অর্তকিত ভাবে বাড়িতে ঢুকে গাছের আম পাটতে শুরু করে। এতে শিপন সাহা বাধা দিলে তার উপর হামলা চালিয়ে বেধড়ক মারধর করে রক্তাক্ত জখম করে। তার ছেলে অয়ন সাহা এগিয়ে আসলে তাকেও মারধর করা হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে আহত শিপন রানী সাহা ও অয়ন সাহাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ সময় বসতঘর ভাংচুর করে স্বর্ণালংকার, নগদ টাকাসহ প্রায় ৫লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত জয়দেব দাস বলেন, শিপন রানী দাস একজন মামলাবাজ সে কথায় কথায় আমাদের বিরূদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে।

এ বিষয়ে রামগতি থানার অফিসার ইনচার্জ মো. কবির হোসেন বলেন, শিপন রানী সাহার পক্ষে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, শিপন রানী সাহা গত দুটি উপজেলা নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করে সামান্য ভোটের ব্যবধানে পরাজিত হন। সনাতন ধর্মাবলম্বী এ কয়েকটি পরিবারের জমিজমা সংক্রান্ত ঝামেলায় স্থানীয়রা বেশ উদ্বিগ্ন।