রামগতিতে দুই চা দোকানির মারামারি, আহত-২

Sarwar Sarwar

Miran

প্রকাশিত: ৩:৩৮ অপরাহ্ণ, মে ১১, ২০২৫

দেশালোক:

লক্ষ্মীপুরের রামগতিতে পাশাপাশি দুই চা দোকানির মধ্যে কাস্টমার নিয়ে কথা কাটাকাটির জেরে হামলায় দুজন আহত হয়েছে। বরিবার এমন বিষয়ে রামগতি থানায় একটি অভিযোগ দাখিল করেছেন উপজেলার চরগাজী ইউনিয়নের চরলক্ষ্মী গ্রামের চন্দ্র শেখর দাশের ছেলে বিক্রমাদিত্য দাশ (৫৬)।

অভিযোগ ও ভুক্তভোগীসূত্রে জানা যায়, বিক্রমাদিত্য দাশ (৫৬) রামগতি বাজারের বটতলা এলাকায় একটি চা দোকান করে আসছেন। গতকাল শনিবার তার দোকানে কাস্টমার আসলে পাশের চা দোকানি চদ্রি ওরফে কালা চদ্রির ছেলে সায়েদ উদ্দিন (৫৭) তাদের ডেকে নিয়ে যায়। এ বিষয়ে বিক্রমাদিত্য দাশের ছেলে প্রান্ত দাশ সায়েদকে এ ধরনের ব্যবহার সম্পর্কে জানতে চাইলে সায়েদ ও তার লোকজন প্রান্তকে মারদোর শুরু করে। চিৎকার শুনে ছেলেকে বাঁচাতে এগিয়ে আসলে বিক্রমাদিত্যকেও মারদোর শুরু করে। এতে বাবা ও ছেলে মারাত্মকভাবে আহত হন।

ভুক্তভোগি বিক্রমাদিত্য দাশ জানান, থানায় অভিযোগ দেওয়ায় সায়েদ ও তার লোকজন ক্ষি্রপ্ত হয়ে আমাদেরকে হুমকি ধামকি দিচ্ছেন। আমরা এখন আতংকে রয়েছি।

এ বিষয়ে জানতে চাইলে সায়েদ উদ্দিন জানান, পাশাপাশি দোকান হওয়ায় আমার দোকানে কাস্টমার প্রবেশের সময় তারা ডেকে নিয়ে যায়। এ কথা জিজ্ঞাসা করতে গেলে আমাকে বিক্রম গালিগালাজ করে। মারদোর করার অভিযোগ মিথ্যা।

রামগতি থানার ওসি মো. কবির হোসেন জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।