রামগতিতে হাত-পা বাঁধা চা দোকানির লাশ উদ্ধার Sarwar Sarwar Miran প্রকাশিত: ১০:১৪ অপরাহ্ণ, মে ১৭, ২০২৫ দেশালোক: লক্ষ্মীপুরের রামগতিতে হাত-পা বাঁধা অবস্থায় নুর আলম (৪৮) নামের এক চা দোকানির লাশ উদ্ধার করেছে পুলিশ। ১৬মে শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ চরআব্দুল্লাহ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মাঝেরচর এলাকার খোকন বাজার থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয়সূত্র জানায়, নুর আলম ঐ এলাকার খোকন বাজারের একজন চা দোকানদার। প্রতিদিনের ন্যায় শুক্রবার রাতে দোকান বন্ধ করে ওই দোকানেই ঘুমিয়ে পড়েন। ভোরে ঘুম থেকে উঠে দোকানের পিছনে থাকা পার্শ্ববর্তী বাড়ির লোকজন ঝাড়ু দিতে গিয়ে নুর আলমের হাত পা বাঁধা অবস্থায় লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে রামগতি থানায় নিয়ে আসে। এ ব্যাপারে নিহতের স্ত্রী তাছলিমা আক্তার শনিবার বাদি হয়ে রামগতি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। রামগতি থানার অফিসার ইনচার্জ মো. কবির হোসেন বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ গিয়ে নুর আলমের হাত পা বাঁধা অবস্থায় লাশ উদ্ধার করেন। এ ব্যাপারে নিহত নুর আলমের স্ত্রী বাদি হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সন্দেহভাজন হিসেবে চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলেও তিনি জানান। SHARES আইন আদালত বিষয়: