সন্তানের চিকিৎসা ব্যয় মেটাতে বাবা’র মানবিক আবেদন

নেইমপাম নেইমপাম

বাংলাদেশ

প্রকাশিত: ১:০৫ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০২০

দেশালোক ডেস্কঃ চর বাদাম ইউপি মাষ্টার পাড়াস্থ মোঃ শেখ ফরিদের ছেলে মোঃ রাকিব হোসেন (২১) রাজধানীর শেখ হাসিনা বার্ন ইউনিটে তিন মাস ধরে চিকিত্সাধীন। অর্থের অভাবে রিকসা চালক বাবা করাতে পারছেন না সন্তানের সুচিকিৎসা। উপার্জনক্ষম সন্তানের চিকিত্সা করাতে তাকেও থাকতে হচ্ছে ঢাকায়। একদিকে চিকিত্সা ব্যয় অন্যদিকে সংসার। সব মিলিয়ে মানবেতর জীবন যাপন করছেন।

অটো রিকশা চালক রাকিব গত দশ রমজানে ব্যাটারী চার্জ দেওয়ার সময় শর্টসার্কিটে আক্রান্ত হয়ে শরীরের বেশিরভাগ অংশই মারাত্মক ভাবে ঝলসে যায়।

রাস্তারহাট হাজী এ গফুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ কামাল উদ্দিন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মানবিক বিষয় হচ্ছে এ অবস্থায় তার পরিবারের পক্ষে আর কোনো ভাবেই খরচ বহন করতে পারছে না।

রাকিবের বাবা সন্তানের সুচিকিৎসার ব্যয় মেটাতে দেশের বিত্তবানদের কাছে আর্থিক সহোগিতার নিবেদন করছেন।

যোগাযোগ

শেখ ফরিদ, মোবাইল- 01824-508758