আজ ১০.১০.২০২০! দ্বিতীয়বার দেখবেনা বিশ্ব!

Sarwar Sarwar

Miran

প্রকাশিত: ১:৩০ অপরাহ্ণ, অক্টোবর ১০, ২০২০

দেশালোকঃ আজ ১০.১০.২০২০ তারিখ! ফিরবেনা কোন দিন! আজ ঐতিহাসিক ১০.১০.২০২০! মানে দুই হাজার বিশ সালের অক্টোবর মাসের দশ তারিখ। একে বিশিষ্টজনেরা ইউনিক তারিখ হিসেবে অভিহিত করেছেন।

১০ তারিখ ও ১০ মাসকে যোগ করলে ২০২০ হয়। এখন ইংরেজি সনে ২০২০ই চলে! আবার ১০.১০.২০২০ কে পর পর সাজালে এক শুন্য, এক শুন্য, দুই দুই শুন্য হয়। ভিন্ন ভাবে বললে, দশ দশ, বিশ বিশ বলা যায়।

এ বহুমূখী বৈশিষ্ট্য পরিলক্ষিত হওয়ায় একে ব্যতিক্রমি তারিখ বা দিন বলা যায়। এটি এমন একটি দিন তারিখ মাস বছর যা আর দ্বিতীয়বার বিশ্ব দেখবেনা।

এমন ইউনিক দিন ক্ষন পৃথিবী একবারই দেখতে পাবেন। এ ঐতিহাসিক ক্ষনে অনেককেই উচ্ছ্বাস প্রকাশ করছেন। সোস্যাল মিড়িয়ায় অনুভুতি প্রকাশ করে দিচ্ছেন একাধিক পোস্ট। দিনটিকে স্মরনীয় করে রাখতে আয়োজন নানান অনুষ্ঠানের।