রামগতিতে ফেসবুকে সয়লাব ভাড়া ও পণ্যমূল্যের ভুয়া তালিকা

Sarwar Sarwar

Miran

প্রকাশিত: ৮:৩৪ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০২৪

সুরাইয়া আক্তার:

লক্ষ্মীপুরের রামগতিতে যানবাহনে বিভিন্ন রুটে যাতায়াতের ভাড়া তালিকা ও পণ্যদ্রব্য মূল্যে পুন: নির্ধারনের দুটি ভুয়া তালিকা ছড়িয়ে পড়ছে। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ উপজেলার বিভিন্ন স্থানে এ ভূয়া তালিকা পাওয়া যাচ্ছে। এ তালিকা ছড়িয়ে পড়ায় সাধারন যাত্রী এবং যানবাহন চালকদের সাথে নানান বাকবিতন্ডা হচ্ছে। আবার বাজারেও ক্রেতা-বিক্রেতার সাথে হচ্ছে তর্কবিতর্ক। সাধারণ শিক্ষার্থী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সেনাবাহিনী এবং উপজেলা প্রসাশনের নামে ছড়িয়ে দেওয়া হচ্ছে এসব তালিকা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বাস্তবে প্রিন্ট কপি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় সাধারন মানুষ, চালক, ব্যবসায়ী এবং সাধারণ মানুষের মধ্যে নানা বিরুপ মন্তব্য চোখে পড়ছে। অনেকেই এ তালিকাকে স্বাগত জানাচ্ছেন আবার ব্যবসায়ীরা মানছেন না। ১১ আগস্ট (রোববার) দুপুরে এ বিষয়ে কথা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের একজন নাহিদুল ইসলাম এবং উপজেলা নির্বাহি অফিসার সৈয়দ আমজাদ হোসেন এর সাথে। তাঁরা নিশ্চিত করেছেন সোস্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এ তালিকা প্রসাশন কিংবা শিক্ষার্থীদের নয়। অন্য একটা পক্ষ এ নিয়ে গুজব ছড়াচ্ছে।

ছড়িয়ে পড়া তালিকায় দেখা যায়, আলেকজান্ডার টু সোনাপুর সিএনজি ভাড়া নির্ধারণ করা হয়েছে জনপ্রতি ৭০টাকা। যা বর্তমানে ৯০টাকা। রামগতি বাজার থেকে সোনাপুর ভাড়া নির্ধারণ করা হয়েছে ৮০টাকা। যা বর্তমানে ১০০টাকা। এ দুটো ছাড়াও উপজেলার অভ্যন্তরীণ ২০টি রুটে ভাড়া নির্ধারণ করে একটি তালিকা সাধারণ ছাত্রদের নামে ছড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়াও সেনা সদস্য এবং শিক্ষার্থীদের একাধিক মোবাইল নম্বর উল্লেখ করে বাংলাদেশের বাজার মূল্য তালিকা নামে একটি তালিকাও ছড়িয়ে পড়েছে। ভূয়া এ বাজারমূল্য তালিকায় দেখা যায়, আলুর কেজি ৪০টাকা, পেঁয়াজ ৭০টাকা, পেট্রোল ১২৫টাকা, গরুর মাংস ৬৫০টাকা এবং দেশি মুরগী ৪শ টাকাসহ বেশ কয়েকটি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক দুজন সিএনজি চালক জানান, তেল-গ্যাসের মূল্য পুন:নির্ধারণ না করে সিএনজি ভাড়ার মূল্য অন্যায্যভাবে কমানো হলে আমরা ক্ষতিগ্রস্থ হবে। ভাড়া কমাতে হলে সিএনজি মালিকদের দৈনিক জমার পরিমানও কমাতে হবে আগে। জানতে চাইলে তারা জানান, প্রায় প্রতিটি যাত্রীই ফেসবুক থেকে ভাড়ার তালিকা দেখিয়ে বাকবিতন্ডা করার চেষ্টা করছেন।

এ বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রামগতির সমন্বয়কদের একজন নাহিদুল ইসলাম জানান, সাধারণ শিক্ষার্থীরা এরকম কোন ভাড়া বা পণ্যদ্রব্যের মূল্য তালিকা প্রকাশ করনি। বিষয়টি অন্য কেউ গুজব ছড়াচ্ছে। এ নিয়ে আমরা প্রসাশনের সাথে কথা বলেছি।

উপজেলা নির্বাহি অফিসার সৈয়দ আমজাদ হোসেন জানান, উপজেলা প্রসাশন থেকে ভাড়া নির্ধারণ বা কোন ধরনের নিত্যপ্রয়োজনীয় পণ্যদ্রব্যের মূল্য তালিকা প্রকাশ করা হয়নি। সবাইকে গুজব থেকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। এছাড়াও তিনি জানান, জেলা প্রসাশন থেকে সাবির্ক একটি তালিকা প্রকাশ করা হবে। সেটি আমরা জনস্বার্থে প্রচার ও বাস্তবায়ন করব।