মুক্তিযোদ্ধার নামের আগে ব্যবহার করতে হবে ‘বীর’, প্রজ্ঞাপন জারি

Sarwar Sarwar

Miran

প্রকাশিত: ৬:৩৪ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০২০

দেশালোক: মুক্তিযোদ্ধাদের নামের আগে বীর শব্দ ব্যবহার করতে হবে এখন থেকে। এমন নির্দেশনা দিয়ে বিধান করে গেজেট প্রকাশ করেছে সরকার। সব ক্ষেত্রেই ‘বীর’ ব্যবহার করতে হবে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এর আগে এ বিষয়ে আদেশ জারি করে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে গেজেটে উল্লেখ করা হয়েছে।

গেজেটে বলা হয়, ‘বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট আইন, ২০১৮’ এর ধারা ২(১১) এ মুক্তিযোদ্ধাদের ‘বীর মুক্তিযোদ্ধা’ হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে। ওই আইনের সঙ্গে সঙ্গতি রেখে এবং একাদশ সংসদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৩তম বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী সব ক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের নামের আগে ‘বীর’ শব্দটি ব্যবহার করতে হবে।