রামগতি: করোনার ২য় ধাপ মোকাবেলায় পুলিশের প্রচারনা

Sarwar Sarwar

Miran

প্রকাশিত: ৮:৩১ অপরাহ্ণ, মার্চ ২১, ২০২১

দেশালোক: মাস্ক পরার অভ্যেস, করোনামুক্ত বাংলাদেশ”- এমন শ্লোগানকে সামনে নিয়ে লক্ষ্মীপুরের রামগতি থানা পুলিশ করোনা প্রতিরোধী প্রচার প্রচারনা শুরু হয়েছে।

২১ মার্চ রোববার স্থানীয় আলেকজান্ডারে র‌্যালীর আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন রামগতি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সোলাইমান।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (রামগতি সার্কেল) মারুফা নাজনীন। এছাড়াও র‌্যালী এবং প্রচরনায় রামগতি থানার পুলিশ সদস্যরা অংশ নেন।

বাংলাদেশ পুলিশের দেশব্যাপী কার্যক্রমের অংশ হিসেবে এসব কর্মসূচি পালন করা হয়। এ সময় কোভিড-১৯ দ্বিতীয় ধাপ মোকাবেলায় দেশব্যাপী বাংলাদেশ পুলিশের উদ্যোগে রামগতি থানা এলাকার জনসাধারণকে সচেতন হওয়ার জন্য উদ্ধুদ্ধ করতে মাস্ক বিতরণ করা হয়।