২১ পদে ৮৬জন নিয়োগ দেবে মুন হসপিটাল রামগতি ইউনিট

Sarwar Sarwar

Miran

প্রকাশিত: ৩:২৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২২

 

দেশালোক:
রামগতির উপজেলার প্রাণ কেন্দ্র আলেকজান্ডার পৌরসভার কলেজ রোডে অবস্থিত “মুন হসপিটাল (প্রাঃ)-ইউনিট ২” এ আকর্ষনীয় বেতনে ২১ পদে ৮৬জন জনবল নিয়োগ করা হবে। আগ্রহী যোগ্যতা সম্পন্ন প্রার্থীদেরকে আগামী ৩০ সেপ্টেম্বর ২০২২ইং তারিখের মধ্যে “মুন হসপিটাল (প্রাঃ) ইউনিট-১, মাইজদী, নোয়াখালী” শাখার অফিস কক্ষে অথবা “আরাফাত লাইব্রেরী” (আলেকজান্ডার সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে), আলেকজান্ডার, রামগতি, লক্ষ্মীপুর এ প্রয়োজনীয় কাগজপত্র ও সিভিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে। উল্লেখ্য, নিয়োগ প্রক্রিয়ায় বৃহত্তম রামগতি ও কমলনগরের স্থায়ী বাসিন্দাদের অগ্রাধিকার দেয়া হবে।

পদ সমূহ হচ্ছে-

মেডিকেল অফিসার-০২ জন, ডিপ্লোমা নার্স (মহিলা)- ৮জন, জুনিয়র নার্স (মহিলা)-১০জন, মেডিকেল প্রমোশন অফিসার (এম.পি.ও) (পুরুষ/মহিলা)-২০জন, সুপারভাইজার-২জন, ওটি ব্রাদার-২জন, আল্ট্রা/ইসিজি সহকারী (মহিলা)-২জন, ফার্মাসিস্ট-১জন, প্যাথলজি ইনচার্জ-১জন, প্যাথলজি টেকনোলজিস্ট-২জন, প্যাথলজি সহকারী (মহিলা)-২জন, এক্স-রে ইনচার্জ-১জন, এক্স-রে সহকারী-১জন, টয়লেট ক্লিনার-২জন, রিসিপসনিস্ট (মহিলা)-২জন, ডাঃ সহকারী (মহিলা)-৪জন, অফিস সহায়ক (পিয়ন)-২জন, ওয়ার্ড বয়-৮জন, আয়া-১০জন, দারোয়ান-২জন।