রামগতিতে এসিল্যান্ডের নাম ভাঙ্গিয়ে ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি

Sarwar Sarwar

Miran

প্রকাশিত: ৯:২৭ অপরাহ্ণ, জুলাই ৬, ২০২৩

দেশালোক:

ভেজাল বিরোধী অভিযানের কথা বলে লক্ষ্মীপুরের রামগতি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর নাম ভাঙ্গিয়ে বেশ কয়েকজন ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা দাবি করেছে একটি প্রতারক চক্র। বুধবার রাত নয়টায় উপজেলার রামগতি বাজারের কালা সাহা মিষ্টি বিতান, রামগতি মিষ্টি মুখসহ বেশ কয়েকজন ব্যবসায়ীর কাছে ০১৮১৪—৮৯৮৯৫৭ নম্বর থেকে ফোন করে চক্রটি। ফোনে প্রতারক চক্র জানান, আগামীকাল আপনাদের প্রতিষ্ঠানে ভেজালবিরোধী অভিযান পরিচালনা করা হবে। এ অভিযান বন্ধ করতে চাইলে বিকাশে প্রতি ব্যবসায়ী ১৫হাজার টাকা করে দ্রুত পাঠান।
কালা সাহা মিষ্টি বিতানের স্বত্ত্বাধিকারী গৌরাঙ্গ সাহা জানান, হঠাৎ করে রাতে একটি নম্বর থেকে ফোন আসে। এসিল্যান্ডের অভিযানের কথা বলে টাকা দাবি করে। পরবর্তীতে ফোন কেটে দিয়ে স্থানীয় গণ্যমান্যদের সাথে আলাপ করে টাকা পাঠানো থেকে বিরত থাকি। এরপর থেকে নম্বরটি বন্ধ রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে সহকারী কমিশনার (ভূমি) মো: আমজাদ হোসেন জানান, আপনারা জানেন বিভিন্ন সময় সরকারি কর্মকর্তাদের মোবাইল নম্বর ক্লোন করে প্রতারক চক্র বিভিন্ন অপরাধ সংঘঠিত করছে। তাই সবাইকে সচেতন হতে হবে। তাছাড়াও কেউ যদি টাকা দাবি করে সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন। তিনি এ বিষয়ে আইনী পদক্ষেপ নেবেন বলেও জানান।