রামগতিতে দুটি বিদ্যালয়ের এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিবর্তন: অভিভাবকদের ক্ষোভ

Sarwar Sarwar

Miran

প্রকাশিত: ৭:০২ অপরাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০২৫

দেশালোক:

লক্ষ্মীপুরের রামগতিতে দুটি মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিবর্তন করা হয়েছে। বিদ্যালয় দুটি এসএসসি পরীক্ষা কেন্দ্র হিসেবেও ব্যবহৃত হচ্ছিল। বিদ্যালয় দুটি হচ্ছে আলেকজান্ডার সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় এবং রামগতি বাণী ববাণী কামেশ^রী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়।

৩১ ডিসেম্বর (বুধবার) বিকেলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, কুমিল্লা এসএসসি কেন্দ্রসমূহের খসড়া তালিকা ওয়েবসাইটে প্রকাশ করে। তালিকাতে দেখা যায় বর্তমানে কেন্দ্র থাকা আলেকজান্ডার সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীরা পরীক্ষা দিবে কমলনগর উপজেলার হাজিরহাট সরকারি মিল্লাত একাডেমি উচ্চ বিদ্যালয়ে। অন্যদিকে বর্তমানে কেন্দ্র থাকা রামগতি বাণী ববাণী কামেশ^রী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীরা যেতে হবে আলেকজান্ডার সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে।

ভৌগলিক অবস্থান, যোগাযোগ ব্যবস্থা এবং দুরত্ব বিবেচনায় হঠাৎ করে কেন্দ্র বিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্র পরিবর্তন করায় অভিভাবকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। নাম প্রকাশে একজন অভিভাবক জানান, আলেকজান্ডার সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের পরৗক্ষার্থীরা প্রায় ১৫কিলোমিটার দুরে গিয়ে পরীক্ষা দিবে এটা অমানবিক সিদ্ধান্ত। সকালবেলা পরীক্ষার্থীরা পড়া বিভিশন দেওয়া থেকে বঞ্চিত হবে। পাশাপাশি ভ্রমনজনিত অবসাদ ও অসুস্থতা তো রয়েছে।

অন্য একজন অভিভাবক জানান, রামগতি বাণী ববাণী কামেশ^রী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় থেকে আলেকজান্ডার সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের দুরত্ব প্রায় ২০কিলোমিটার। রামগতি বাজার থেকে আলেকজান্ডার রুটে কোন ধরনের বাস বা গণপরিবহন চলাচল করেনা। সড়কটিরও বেহাল অবস্থা। একমাত্র বাহন হিসেবে সিএনজি অটোরিকসাই ভরসা। এতে করে এসএসসি পরীক্ষার্থীদের দুর্ভোগে পড়তে হবে।

অবিলম্বে তারা সংশ্লিষ্টদের প্রতি দাবি জানান কেন্দ্র স্কুল পরিবর্তনের এ সিদ্ধান্ত পুণর্বিবেচনার জন্য। অন্তত পরীক্ষার্থীদের দুর্ভোগের কথা মাথায় রেখে সিদ্ধান্তটি পরিবর্তনের আহবান জানান তারা।