রামগতিঃ গণমাধ্যম ব্যক্তিত্ব আ.হ.ম ফয়সাল আর নেই

Sarwar Sarwar

Miran

প্রকাশিত: ১১:৪৯ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০২১

দেশালোকঃ গনমাধ্যম ব্যক্তিত্ব, সমাজকর্মী ও লেখক আ.হ.ম ফয়সাল আর নেই (ইন্না লিল্লাহে… রাজিউন)।

৩০এপ্রিল (শুক্রবার) সন্ধ্যা সাতটায় স্ট্রোকজনিত কারনে মৃত্যুবরণ করেন তিনি। জানা যায়, ইফতারের পর হঠাৎ করে অচেতন হয়ে গেলে তাঁকে স্থানীয় হাসপাতালে নেয়া হয়।

এ সময় তিনি পেশাগত দায়িত্ব পালনে কক্সবাজার জেলার উখিয়াতে অবস্থান করছিলেন।

আহম ফয়সাল ১২ ফেব্রুয়ারি ১৯৮০ সালে ভোলা জেলায় জন্মগ্রহন করেন। বাবার নাম মোঃ রফিকুল ইসলাম তালুকদার। তবে পরিবারসহ তাঁর স্থায়ী নিবাস ছিলো রামগতি পৌরসভার ৮নং ওয়ার্ডে (উপজেলা পরিষদের পুর্বপার্শ্ব)।

মৃত্যুকালে তিনি এক পুত্র সন্তান, স্ত্রী, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

মরহুম ফয়সাল নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল ইউনাইটেডনিউজ২৪ এর প্রকাশক ও সম্পাদক ছিলেন। এছাড়াও তিনি বেসরকারি উন্নয়ন সংস্থা ডরপ এর মিড়িয়া ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

আহম ফয়সাল একাধিক স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে যুক্ত ছিলেন। লেখক হিসেবেও তিনি বেশ সফল। ২০০৯ এবং ২০১৯ সালের বইমেলায় তাঁর দুটি গবেষনাধর্মী বই প্রকাশিত হয়েছে। এর একটি ‘অন দ্য স্পট’। অন্যটি ডরপ এর নির্বাহি প্রধান এএইচএম নোমানকে নিয়ে লেখা ‘ আন্তর্জাতিক গুসি পুরষ্কার বিজয়ী এএইচএম নোমান’।

গত জানুয়ারি মাসে বিপুল ভোটে তিনি ঢাকা সাব এডিটরস্ কাউন্সিলের নির্বাহি সদস্য পদে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছিলেন।

বহুমূখী গুনের অধিকারী এ মহান ব্যক্তিত্বের অকাল প্রয়ানে দেশালোক পরিবার গভীরভাবেে শোকাহত।