রামগতি স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট উদ্বোধন Sarwar Sarwar Miran প্রকাশিত: ৮:১১ অপরাহ্ণ, আগস্ট ২, ২০২১ দেশালোকঃ বহুমুখী ব্যবসায়িক ও শিল্পগোষ্ঠী আবুল খায়ের গ্রুপের সহযোগিতায় রামগতিতে সেন্ট্রাল অক্সিজেন সেবা চালু হয়েছে। ২ লজুলাই (সোমবার) রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শরাফ উদ্দিন সোহেল আজাদ, উপজেলা নির্বাহি কর্মকর্তা মোঃ আবদুল মোমিন, রামগতি থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ সোলাইমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামনাশিস মজুমদার, উপজেলা প্রসাশনের অন্যান্য কর্মকর্তারা। উল্লেখ্য, জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ আবদুল গাফ্ফার এর উদ্যোগে আবুল খায়ের গ্রুপ এ অক্সিজেন প্লান্ট প্রদান করেন। কর্মকর্তারা জানান, কোভিড-১৯ এ কঠিন সময়ে রামগতিবাসীর জন্য এটি একটি অনন্য সুবিধরা। এতে করে জরুরী রোগিরা সর্বাত্মক সেবা পাবেন। SHARES উপকূল বিষয়: