রম্য ছড়া: অপু ঘুমালো

Sarwar Sarwar

Miran

প্রকাশিত: ১২:৪১ পূর্বাহ্ণ, অক্টোবর ৭, ২০২২
— মোঃ সালাউদদীন সুজন 
অপু ঘুমালো কয় দিন আগে
বুবলি উঠে জেগে,
পুজা চেরি খবর পেয়ে
গেলেন খুব রেগে।
পুজা চেরি আমেরিকা যাবে,
সঙ্গী হবে কে।
নায়ক সাকিব রেডি আছে
সঙ্গে যাবে সে।
যাচ্ছে এখন খালি পেটে
 আসবে পেট ভরে।
তাই দেখিয়া দেশের মানুষ।
লজ্জায় যাবে মরে।
অপু বলে আমার স্বামী
বুবলি বলে তার।
পুজা চেরি দিন গোনে
সাকিব হবে কার?
টাকা হলে আমার দেশে,
কিসের এমন অভাব।
বিয়ে ছাড়া বাপ হওয়া,
সাকিব খানের স্বভাব।
চলচ্ছিত্র চলে যাচ্ছে চলে,
সাকিব খানের হাতে।
অর্থ লোভী নায়িকারা
রা*ত কাটায় তার সাথে।
মানবতার ফেরিওয়ালা —-
নায়ক সাকিব ভাই।
বিয়ে ছাড়া বাপ হয়
তার তুলনা নাই।