কবিতা: অর্থের দুনিয়া 

Sarwar Sarwar

Miran

প্রকাশিত: ১০:০৬ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০২১

 

  • আতাউর রহমান রাব্বি 

————-

তোমার আজ টাকাবিহীন পকেটে

নেই কোন সম্মান খ্যাতি-

নেই কারো ভক্তি তোমার প্রতি

আছো অবহেলিত হয়ে সকলের ধারে।

আছে যার পকেটে ভর্তি টাকা

যেনো তার পিছনে আছে পুরো দুনিয়া,

টাকার গৌরবে অযোগ্যকে নিতে হয় মেনে

হায়!রে টাকা তোর ক্ষমতায় যেনো।

পুরো পৃথিবী ভাসে নিমিষেই

নিষ্ঠুর ভাগ্যের নির্মম পরিহাসে,

সুশিক্ষিত মহলরাও ঘুরতে হয় মূর্খের পিছনে

অযোগ্যরাও নেতা কিংবা জনপ্রতিনিধি হয়।

টাকার গৌরবে, ছাড়লে টাকা অন্যের পকেটে

শুনবে কথা তার সকলে,

যেথায় আছে টাকা

সেথায় আছে তার নিমেষেই কথা

নেই টাকা যার, যেনো নেই গলা তার!

কবি: রামগতি, লক্ষ্মীপুর