ছড়া: ষড় ঋতুর জবাব

Sarwar Sarwar

Miran

প্রকাশিত: ১০:১১ অপরাহ্ণ, অক্টোবর ১৬, ২০২২

— আবিদা সুলতানা তাসনিয়া

লোকে বলে গ্রীষ্ম হলো
গরমের কাল,
গ্রীষ্ম বলে আমিই কিন্তু ফলাই
আম জাম কাঠাল।

লোকে বলে বর্ষার বৃষ্টি উফ্
জঘন্য নির্মম,
বর্ষা বলে আমিই কিন্তু ফোটাই
শাপলা, কেয়া কদম।

লোকে বলে শরৎ এসেছে, তাই
চারিদিক নিস্তব্ধ,
শরৎ বলে শরতেই থাকে সারাবিশ্ব
সিগ্ধ বাতাসে আবদ্ধ।

লোকে বলে হেমন্তে আর সময় কই?
শুধু ধান কাটার রেশ,
হেমন্ত বলে সেই ধানের চালেই হয়
সুস্বাদু মিষ্টি পায়েশ।

লোকে বলে শীতকাল মানে-
সব অলসতার ভীড়,
শীত বলে যে শীত উপেক্ষার ক্ষমতা রাখে
সেই তো হয় বীর।

লোকে বলে কোকিলে ডাক নিয়ে ফের
বসন্ত এসেছে আজ,
বসন্ত বলে হ্যাঁ এসেছি আমি এসেছি
আমিই ঋতুরাজ।

  • — আবিদা সুলতানা আসমিয়া,
    নবম শ্রেনি, বিজ্ঞান-২,
    রামগতি আছিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, রামগতি, লক্ষ্মীপুর