কবিতা: মানুষেরা অমানুষ

Sarwar Sarwar

Miran

প্রকাশিত: ৮:২৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০২২
  • —- সারোয়ার মিরন
পৃথিবীর বিরল লাল চোখ গুলো আজ হয়ে গেছে
মধ্য রাতের নেতিয়ে পড়া গুল্ম লতার মতোন।
প্রতিবাদী মানুষ গুলো স্থিমিত বুলেটের ভয়ে
চির জাগরুক জনতা সঁপেছে জীবন ভাগ্যের হাতে।
যে যার মতো বাঁচতে চাইছে, বেঁচেও থাকছে
কোথাও কেউ নেই বুক পেতে দাঁড়াবার
আজ আমার গেছে কাল অন্যের যাবে
সময়ের পথ ধরে একই আবর্তে তোমার আমার।
ভাগ্যবানদের জোটে বিলাসী মিড়িয়ার শোরগোল
কতিপয় নাগরিকের শ্লোগান মুখর প্রতিবাদ, শোকবার্তা।
বেশিরভাগই হারিয়ে যায়, হারিয়ে যেতে থাকে
মানবতাবোধের আড়ালে কতিপয় নগ্ন চালে।
হাত পা চোখ মুখ চিবুক দেহ জীবন জীবিকা
এক হলেও কেউ কেউ হয়ে ওঠে মানুষ, অন্যরা কীট
কাকে কাকের গোস্ত না খেলেও আমরা খাই
আমরা মানুষ, আমরাই অমানুষ, আমরাই শ্রেষ্ঠ জীব।
কবি:
সম্পাদক ও প্রকাশক, দেশালোক ডটকম