কবিতা: প্রহর

Sarwar Sarwar

Miran

প্রকাশিত: ৭:৫০ অপরাহ্ণ, জুলাই ১১, ২০২১
সারোয়ার মিরন:
অপেক্ষার প্রহর গুলো দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে
রোজই দু আঙ্গুলের কর গুলো গুনে গুনে রাখি
বেলা-অবেলায় চোখ বুলাই।
পঞ্জিকার পাতা উল্টাই, দাগ কাটি খেয়ালের ঘোরে
লাল, নীল, হলুদ, বাদামী- কতো রংয়ের আঁকিবুঁকি
এক সময় সব আয়োজনই বৃথা হয়।
ফুল গুলো সব ভুল হয়ে ফোটে বদ্ধ বারান্দায়
সময়ের বেহিসেবি জঞ্জালে দাবড়ায় চারপাশ
মনের অভিলাষে ঘুরপাক খাই, ছন্দে মাতি!
দিন শেষে সে আমি একই বৃত্তে।