কবিতা: নদী ভাঙ্গা মানুষের কষ্ট 

Sarwar Sarwar

Miran

প্রকাশিত: ৯:৩৬ অপরাহ্ণ, এপ্রিল ১, ২০২২
— মোহাম্মদ সালাউদ্দিন সুজন 
নদী ভাঙ্গা মানুষের কষ্ট যদি, তোমারা দেখতে চাও।
লক্ষীপুরে রামগতি তে মেঘনার পাড়ে যাও।
দেখবে তোমার নিজের চোখে, আছে তাহারা কত সুখে।
একটু খানি জোয়ার আসলে ঘর ভরে যায় পানি।
মোদের কষ্ট কেউ দেখেনা এটা মোরা জানি।
বাপ দাতার ভিটে মাটি, মেঘনা মোদের নিল কাটি।
কোথাও মোরা চাইনা যেতে এই রামগতি ছাড়ি।
রামগতি মোদের  জন্মভুমি এই মাটিতে যেন মরি।
আল্লাহ তুমি রক্ষা কর আমার জন্মভুমি।
এই সিংহাসন রক্ষা করার মালিক শুধু তুমি।
চলে যেতে চাইনা আমি এই রামগতি ছেড়ে।
মেঘনা এত নিষঠুর কেন নিচ্ছ  সব কেড়ে।
একটু খানি বাতাস আসলে, কুড়ো ঘর গুলো নড়ে।
তবুও মোরা যাই না কোথাও, থাকি মেঘনার পাড়ে।
জোয়ারের পানিতে ভেসে আসে, ঘরে ডুকে সাপ।
তাই দেখে বলি মোরা ওরে বাপরে বাপ।
সর্ব শান্ত হয়ে মানুষ নদীর পাড়ে থাকে।
তবুও মানুষ হাল ছাড়েনা আল্লাহকে ডাকে।
মেঘনার পাড়ের মানুষ গুলো সবাই ভাই ভাই
পর হয়ে কোথাও কেউ নাহি যেতে চাই।
হাজার বিপদ আসলে ও মোদের, দিবনা কোথাও পাড়ি,
মরে ও যদি যাই গো মোরা দিবি এখানে মাটি।
(আসমানি কবিতা অবলম্বনে)
কবি:  মোঃ সালাউদদীন সুজন, প্রবাসী মালয়েশিয়া  থেকে।