বিদ্রোহী ছড়া: হঠাও ঠিকাদার (রামগতি-কমলনগর বাঁচাও প্রসঙ্গ) 

Sarwar Sarwar

Miran

প্রকাশিত: ৭:২২ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০২১

– সম্রাট আকবর

স্বপ্ন বুঁনি নিজ ভূমিতে নিজের মত থাকতে,

হটাও ঠিকাদার,বাচাও আবাস সময় এখনো থাকতে।

ঠিকাদারির সস্তা কাজে, নহে করি বিশ্বাস

হঠাও ঠিকাদার, বাঁচাও আবাস, সেনাবাহিনীই মোদের আশ্বাস।

ঠিকাদারির নয়-ছয়ে, ভাঙ্গবে না লাখো উপকূলবাসীর দুই বিঘে মাটি।

হঠাও ঠিকাদার, বাঁচাও রামগতি-কমলনগর,যার যা কিছু  আঁটপাটি।

রামগতির বড়-লাটের কোথায় আছো সব?

অস্তিত্ব রক্ষায় বীরদর্পে থাকার কথা, কেন তোমরা নিরব?

জেগে উঠুক উপকূলবাসীরা! আন্দোলন হোক শীঘ্রই,

সেনাবাহিনী চাই, ঠিকাদার নই- এইতো মোদের অন্বয়।

ভাঙগে নদী, বিচিহ্ন বসত-বাড়ি, সংসার।

শুনতে কি পাও আর্তনাদ?

আর কোনো দাবি নয়,

চাই সেনাবাহিনীর অধীনে টেকসই বেড়িবাঁধ।

(নিজ মাতৃভুমি রক্ষায় সামাজিক যোগাযোগ মাধ্যম ছাড়াও, সশরীরে যেভাবেই হউক আন্দোলন গড়ে তুলি, আমরা সেনাবাহিনীর মাধ্যমে আমাদের বেড়িবাঁধ এর কাজ সম্পন্ন করতে চাই)

 

ছড়াকার: শিক্ষার্থী, রামগতি