কবিতাঃ অপেক্ষা

Sarwar Sarwar

Miran

প্রকাশিত: ১:১০ পূর্বাহ্ণ, আগস্ট ২৭, ২০২২

অপেক্ষা
–সারোয়ার মিরন

সেই কবে থেকে খাঁ খাঁ করছে বটতলা
স্তব্ধ জারুলবন, মাধবীলতা, শাদা শুভ্র গোলাপ।
শুনেছি, শুন্যতারা বাসা বেঁধেছে মেঘনার পাড়ে
জলকেলি খেলার সংগী না পেয়ে হারিয়েছে গতিপথ।

থেমে গেছে অনেকের পথ চলা, পথের দৈঘ্য
রং থেকে বেরং হয়েছে শরতের শুভ্র আকাশ।
কেউ আসবে বলে সেজেছে বনের গুল্মলতা
অপেক্ষায় থেকে থেকে ক্লান্ত শ্রান্ত বিদগ্ধও ওরা।

কংক্রিটের বেঞ্চি গুলোর পলেস্তারা খসে পড়ছে
পাশে বসে কেউ কাউকে ধন্য করেনি বলে।
স্পর্শহীন দখিনা জানালার দরোজাটা বন্ধ বহুকাল
বিমুখ আকাশ তাই আলো ছড়ায় না ও ঘরে কোনে।

রোজকায় হাতে থাকা গোলাপ অকালেই পাপড়ি ঝরায়
কালোকেশী’র ছোঁয়া না পেয়ে ঘ্রানহীন সাদা বেলী।
অপাত্রে গচ্ছিত সময় তাই গুমরে কাঁদে, কাঁদায়
একাকি থাকা দেহায়ব নিজেকেও দু কথা শোনায়।

বেলা শেষে আবাস পানে ছুটে চলে অভিলাসি কীট
ফেরার তাড়া নেই বলে পড়ে থাকে অনাগত রাত
শুন্যে সাজায়-মাতায়, মিছেমিছি গল্প পাতায়
অশেষে সংগী হওয়া ছায়াটুকুও লুকোয় অন্ধকারে।


কবিঃ সম্পাদক ও প্রকাশক, দেশালোক ডটকম 

২৭.০৮.২০১৮