ছড়া: বৃষ্টি

নেইমপাম নেইমপাম

বাংলাদেশ

প্রকাশিত: ১১:৪৭ পূর্বাহ্ণ, আগস্ট ২৮, ২০২০

–মু. রাসেল উদ্দিন পিয়াস

 

সূর্যের আলোয় নীল আকাশে

হঠাৎ হলো কালো মেঘের সৃষ্টি।

চারিদিকে অন্ধকার হয়ে গেলো

নেমে এলো অঝর ধারায় বৃষ্টি।

 

বৃষ্টির আগমনে মৃত্তিকা যেনো,

হলো আজোয়ান।

সবুজ – শ্যামল বৃক্ষরাজি

পেলো যে নতুন প্রান।

 

টিনের চালে বৃষ্টির ঝন-ঝনানীতে

মনে যে লাগে টান।

তখনি কানে ভেসে আসে

সোনা ব্যাঙের, মিষ্টি মধুর গান।

 

কানায় কানায়, ভরে উঠে

মাঠ- ঘাট, বিল-ঝিল।

ভেলা বানিয়ে কিশোর – কিশোরী

ছুটে যায় গাংচিল।