রামগতির টেমন্স! ভুলুয়া সেতু

নেইমপাম নেইমপাম

বাংলাদেশ

প্রকাশিত: ৪:৫৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০২০

দেশালোক: প্রাকৃতিক সৌন্দর্যের অপার ভূমি রামগতি উপজেলার ভুলুয়া নদী। নদীর দু’পাশে নয়নাভিরাম সৌন্দর্য আপনাকে করবে বিমোহিত। শত শত একর জায়গাজুড়ে মাছের প্রজেক্ট এবং চিংড়ি ঘের আপনার বিনোদনের জায়গা হতে পারে। যেতে পারেন প্রিয়জনকে সঙ্গে নিয়ে প্রকৃতি দেখতে। করতে পারেন ফ্যামিলি ট্যুর কিংবা পিকনিকও।

রামগতি উপজেলার চর রমিজ ইউনিয়নের চৌধুরীবাজারের এক কিমি পূর্বে নোয়াখালীর সূবর্নচর এবং রামগতির সীমান্তের রামগতি অংশের এ ভূলূয়া নদী ভ্রমনের এক অনবদ্য স্থান হতে পারে। দীর্ঘ এক যুগ ধরে অযত্নে পড়ে থাকা সেতুটি সংষ্কার ও দুপাশে সংযোগ সেতু নির্মান করায় বহুল ব্যবহৃত হচ্ছে। বেড়েছে দর্শনার্থীদের আনাগোনাও।

সুশীতল জলের ভুলুয়া নদীতে ডিঙ্গি নৌকোয় পরিবার পরিজন নিয়ে ঘুরতে পারবেন। নদীর দুপাশেই রয়েছে সবুজের সমারোহ। চর বাগ্গার কলোনী ঘুরে দেখতে পারবেন জনজীবনের বাস্তব প্রতিচ্ছবি।

শেষ বিকেলে ভুলুয়া নদীর উপর নির্মিত প্রায় একশো মিটার দৈর্ঘ্যের স্টীল সেতুটি আপনার কাছে মনে হবে লন্ডনের টেমন্স নদী। সেতুর দুধার জুড়ে হতে পারে বিনোদন স্পট।

যেভাবে যাবেনঃ রামগতির যে কোন স্থান থেকে আপনাকে আসতে হবে চর আফজল চৌধুরীরবাজার। বাজার থেকে এক কিলোমিটার পুর্বেই ভুলুয়া নদী। থাকা-খাওয়ার ভালো মানের হোটেল মোটেল নেই। সুর্যাস্তের পর পরই ফিরে আসতে হবে রামগতি বাজার বা আলেকজান্ডার।