রিলিজ হলো লক্ষ্মীপুরের গান ‘সে জন বাহাদুর’

Sarwar Sarwar

Miran

প্রকাশিত: ১২:০৯ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৯, ২০২০

দেশালোকঃ অঞ্চলভিত্তিক গান হিসেবে লক্ষ্মীপুরের ইতিহাস ঐতিহ্যকে উপজীব্য করে রচিত গান সে জন বাহাদুর।।

৮ ডিসেম্বর সন্ধ্যায় গানটি রিলিজ করে প্রযোজনা প্রতিষ্ঠান লক্ষ্মীপুরটুয়েন্টিফোরডটকম। গানটির গীতিকার শিক্ষক ও সাংবাদিক সানা উল্যাহ সানু। সুর করছেন আলা উদ্দিন সাজু। সংগীত পরিচালনা করেছেন অধ্যাপক সাহাব উদ্দিন মজুমদার।

প্রযোজনা প্রতিষ্ঠান লক্ষ্মীপুরটুয়েন্টিফোরডটকমের অফিশিয়াল ইউটিউব এবং ফেজবুক পেজে গানটির ভিডিও ভার্সন রিলিজ করা হয়।

জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান এবং স্থাপনাকে উপস্থাপন করে গানটির চিত্রায়ন শুরু হয় গত অক্টোবর মাসের শেষ দিকে। এতে প্রায় অর্ধ শতাধিক স্থানীয় নৃত্যশিল্পী অংশ নেন।

কন্ঠ দিয়েছে লক্ষ্মীপুরের কৃতি শিল্পী নুসরাত ইয়াসমিন সুমাইয়া ও সাজু। গানটির নৃত্য পরিচালনা করেছেন লতিকা নৃত্যালয়ের পরিচালক শুভ দাস। শুভ দাস এর কোরিওগ্রাফিতে ৫০ জন নৃত্যশিল্পী অংশ নিয়েছে এ গানে। মিউজিক ভিডিও পরিচালনা করেছেন আলাউদ্দিন সাজু এবং পরিচালনা সমন্বয়কারী ছিলেন হাইফাই সাংস্কৃতিক সংসদের সভাপতি রিয়াজুল করিম জাকির।