রম্য ছড়া: পড়াশোনার পোস্টমর্টেম 

Sarwar Sarwar

Miran

প্রকাশিত: ৪:৫১ অপরাহ্ণ, জুন ১৫, ২০২১

সম্রাট আকবর:

পিতা বলিল, ফোনটা কোথায় দাও ত সময় কেড়ে!

অনলাইন ক্লাস দেখি,বলে খোকা রেখে দিল তা আকড়ে।

ক্লাসের ফাঁকে, ফেইসবুক রেখে, থাকিল কতক্ষন

কোনটা রেখে, কোনটায় থাকিবে, হোয়াটসঅ্যাপ ইমু অন।

 

নোটিফিকেশন দেখতে খোকা, করলো একটা ক্লিক

দশমিনিটের ক্লাসকে খোকা, মারলো বরং ফ্লিক।

পিতার আওয়াজে

প্রবেশে  ক্লাসে, থাকিতে কতক্ষণ

নিউজফিড দেখে, এইতো শেষ হবে, গেল পরক্ষন।

 

ফুটবল, ক্রিকেট অপছন্দ তাতে কি আর তার?

সময় যায় পাবজি খেলে সাথে  ফ্রি-ফায়ার।

হঠাতে-

পিতা আসিল, খোকা ফাঁসিলো-

এই বুঝি তোর ক্লাস!!

এখনো বাকি, টিকটক-লাইকি সাথে গুগুল প্লাস।

 

অনলাইনে মজিয়া খোকা, মটিভেশন নিজেকে বলে ক্যারি অন,

প্রকৃত শিক্ষায় জীবনের মূল্য করিল পোস্টমর্টেম।

 

ছড়াকার: সাবেক শিক্ষার্থী, নোয়াখালী সরকারি কলেজ