ছড়া: আমার দেশের চাষি

Sarwar Sarwar

Miran

প্রকাশিত: ৭:১০ অপরাহ্ণ, জুন ১৪, ২০২১

মোঃ সালাউদ্দিন সুজন

 —————–

আমার দেশের চাষি।

শত দুঃখের মাঝেও তাদের

মুখে থাকে হাসি।

আমার দেশের চাষি ও ভাই

আমার দেশের চাষি।

মাথার ঘাম পায়ে ফেলে

করেন তারা চাষ।

তা খেয়ে বাংলার মানুষ

সুখী বার মাস।

আমার দেশের চাষিদের তোমরা,

দেখবেনা গো

অবহেলার চোখে।

একটু খানি আদর দিয়ে

নাও তাদের বুকে।

সোনার ফসল ফলায় বলে

আছি মোরা সুখে।

রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে

আমার দেশের চাষি।

তাদের দুঃখে দুঃখী মোরা

তাদের সুখে হাঁসি।

রাজশাহীতে আমের চাষ,

যশোর এ খই।

লক্ষীপুরের রামগতিতে

মহিষের খাঁটি দই।

খাঁটি দই খেতে যদি

তোমাদের মনে চায়।

লক্ষ্মীপুরের রামগতিতে

তাড়াতাড়ি আয়।

কুমিল্লা তে রসমালাই

তাই তারা ধন্য

লক্ষ্মীপুরের রামগতিতে

নারকেল সুপারির জন্য।

ধন্য মোরা ধন্য।

লক্ষ্মীপুর জেলার জন্য।