কবিতা: রাষ্ট্রের দায়হীনতা

Sarwar Sarwar

Miran

প্রকাশিত: ৯:০৬ অপরাহ্ণ, জুন ১১, ২০২১
সারোয়ার মিরন:
——–
আমি তো জন্ম থেকেই ঋণগ্রস্থ!!
জন্মেই পেলাম ষাট হাজার টাকা রাষ্ট্রীয় ঋণের বোঝা
আর সেই রাষ্ট্রই এখন আমার দায়িত্ব নেয় না
দারুন ছলাকলায় এধার ওধার দৌড়ায়…
দৌড়ে দৌড়ে আমি ক্লান্ত-সর্বশান্ত, উদ্বাহু, দেউলিয়াও।
আমার মুক্তি নেই
বাকশক্তিও হারিয়ে গ্যাছে বেশ ক’বছর হলো
রাষ্ট্রীয় দায় এখন সংখ্যা তত্ত্বে ভাসে স্লাইডীয় রঙ্গিন হরফে
বিপরীতে আমার দেনা কেবলই বাড়ে জ্যামিতিক হারে
আগামীতে হয়তো নিলামে যাবে আমার স্ববাক শরীর
রাষ্ট্রও দায় নেবে না তখন জীবিত লাশের!!