কবিতা: বর্ষার স্নিগ্ধ প্রকৃতি

Sarwar Sarwar

Miran

প্রকাশিত: ৮:৪০ অপরাহ্ণ, জুন ১০, ২০২১

আতাউর রহমান রাব্বি:

—–

মৃতপ্রায় মাঠ ঘাট বৃক্ষলতায় ফিরেছে

সজীবতা বর্ষার আগমনে–

গ্রীষ্মের দারুন তাপে প্রকৃতি যখন তপ্ত

বর্ষার আগমনে প্রকৃতি হয়েছে শান্ত।

বর্ষার অঝোর বৃষ্টিতে প্রকৃতি নিয়েছে রূপ বদলে

বর্ষার আকাশে দেখা মিলে মেঘ-বৃষ্টির খেলা

গগণ জুড়ে মেঘের মাদল বাজে

বিদ্যুৎ চমকায় আকাশে।

বৃষ্টি পড়ে অঝোর ধারায় ভরে যায়

নদ-নদী খাল বিল পথঘাট

পানিতে থৈ থৈ করে চারদিক

দিগন্ত প্রসারিত হয় বহুদিক।

শীতল বৃষ্টি প্রকৃতি ও জনজীবনে বুলিয়ে দেয় শান্তি

কেটে যায় গ্রীষ্মের গরম তাপের ক্লান্তি

প্রকৃতি ফিরে পায় তার পূর্ণ সজীবতা

প্রকৃতিতে সর্বত্র জেগে ওঠে সবুজের সমারোহ।

এইতো বর্ষা নিয়ে এসেছে আশ্বাসের বার্তা

ফসলের প্রাণ পলিমাটি গঠন হয় এই বর্ষায়

বর্ষায় দেখা মিলে জাতীয় ফুল শাপলার সমারোহ

প্রকৃতিতে বয়ে যায় কেয়া কদম কৃষ্ণচূড়ার সৌরভ।

যদিও বর্ষার অতি বৃষ্টি হয় মানুষের ভোগান্তি

যাই হোক বলব আমি বর্ষা হচ্ছে আশীর্বাদ

বর্ষায় বাংলার প্রকৃতি সাজে নতুন রূপে

বর্ষাই করেছে বাংলার প্রকৃতিকে রূপময়।

— ইমেইল: ataur8243@gmail.com