ছড়া: করোনার ধামামা!

Sarwar Sarwar

Miran

প্রকাশিত: ৯:০২ অপরাহ্ণ, জুন ৯, ২০২১

মোঃ সাখাওয়াদ হোসেন যোবায়ের:

———————

স্বজনের দুর্ভোগে

স্বজনেরা কাছে নাই,

আনন্দ আয়োজনে

মল্লিকা নাচে নাই।

রোগীদের দর্শনে

করোনার বাধা,

মা বাবার মরণেও

দূরে কাঁদে দাদা।

যুদ্ধের প্রস্তুতি

অস্ত্রের গর্জন,

করোনার ধামাকায়

সব-ই হলো বর্জন।

ঝিম ধরা পৃথিবীর

চেহারাটা অন্য,

আলোকিত ধরণীটা

শ্মশানে গন্য।

আমার কপালে

আছে যতটুকু ভাগ,

মুছবে না কখনো

সে নিয়তির দাগ।

হৃদয় নদীতে শুধু

মিছে তুলি ঢেউ,

“রব” ছাড়া বাচাঁবার

নেই আর কেউ।

 

ছড়াকার: শিক্ষার্থী, আলেকজান্ডার কামিল মাদ্রাসা, রামগতি