প্রতিবাদী ছড়া: ঐক্যতা দগ্ধ  

Sarwar Sarwar

Miran

প্রকাশিত: ৫:৪১ অপরাহ্ণ, জুন ১৫, ২০২১

মোঃ সাখাওয়াদ হোসেন যোবায়ের:

অন্যায় দেখো তুমি

হাত-পা গুটিয়ে,

অনলাইনে এসে তুমি

মারো চাপা চুটিয়ে।।

অগণিত অপকর্মে

ক্ষমতার অনলে,

মিথ্যাচার মালুমে

রাজত্ব চলনে।

চোখে দেখে অন্যায়

করো ভিডিও ধারণ,

তুমি তো  মানুষ নও

হিংস্রের বিচরণ।

চারদিকে অন্যায়

জমা বুকে কত ব্যথা,

আজ কেন মন তবে

ভুলে গেছে মানবতা।

সত্যতা মাড়িয়ে

বেদিশা চরণে,

অশালীন জাগিয়ে

মেতেছে হরণে।

আশারা ডুবেছে

শকুনের থাবাতে,

জাতিরা মরেছে

হায়েনার আঘাতে।

আজ তবে এক হয়ে

মুছে দাও সব ব্যাথা,

এ হৃদয়ে গড়ে নিও

পবিত্র মানবতা।।

চেতনার সংকল্পে

মরিচা ধরেছে,

কুকর্মের উত্তাপে

ঐক্যতা পুড়েছে।

ছড়াকার: শিক্ষার্থী, আলেকজান্ডার কামিল মাদ্রাসা, রামগতি