ছড়া: ত্রাণ

Sarwar Sarwar

Miran

প্রকাশিত: ৪:৩৭ অপরাহ্ণ, জুন ১৬, ২০২১
  • আতাউর রহমান রাব্বি:

নিচ্ছে এবার লুটে খাচ্ছে এবার চেটে
গরীব দুঃখীর ত্রাণ,
কেমন করে গিলছো তোমরা
কাঁপছে না তো তোমাদের প্রাণ?

গুদাম বলো ঘরে বলো
রাখছো তুমি চুরির ত্রাণ
এত রেখে পেট ভরেনি
করছো আবার চিৎকার।

পেটের ক্ষুধায় মরে যাবে
গরীব যদি না পায় দান,
নির্বাচনে করছ তুমি অঙ্গিকার
সেবা করবে তুমি জনতার।

দানটা এখন লোক দেখানো
তুলছো কত শত ছবি,
সবার সামনে প্রকাশ করো
তুমি হচ্ছ দানশীল ব্যক্তি।

প্রতিনিধি হয়ে তুমি চুষে
খাও গরিবের হক,
স্বভাব তোমার চুরি করা
জনতা আজ ক্ষীপ্ত তোমার প্রতি।

ইমেইল: ataur8243@gmail.com