ছড়া-কবিতা: শুনো মুমিন

Sarwar Sarwar

Miran

প্রকাশিত: ৭:০৪ অপরাহ্ণ, জুন ১৯, ২০২১

মোঃ সালাউদ্দিন সুজন:

শুনো শুনো মুমিন ভাইয়েরা একটা কথা বলি।

আমার লেখা কবিতাটা পড় বুঝে শুনি।

শুনো শুনো মুমিন তোমরা শুনো আযানের  সুর

যত গান শুন তোমরা নই এমন মধুর।

মুসলিমের ঘরে জন্ম নিয়ে মোরা এখন ধন্য।

তাহার ছেয়ে ও বেশি ধন্য মহানবী (সঃ) এর জন্য।

ধন্য মোরা ধন্য আমার নবীর জন্য।

যাহার যেটা ধর্ম আছে সবার কাছে ভালো।

সবচেয়ে বেশি ভালো আল কোরআন এর আলো।

ইসলাম হলো শান্তির  ধর্ম সব ধর্মের লোক বলে।

অন্য ধর্ম ছেড়ে এখন ইসলামের ছায়া তলে।

কোন নবীর জন্ম হয়নি মহানবীর মতো।

প্রমান যদি চাও তোমরা হাদিস খোল শত।

সৌদিআরব জন্ম নিলেন আমার দয়ার নবী।

তেষট্টি বছর বেচেঁ ছিলেন হয়নি তোলা ছবি।

তিনি আমার নবী।

 

যখন তোমার কানে আসে, মোয়াজ্জামের আযানের সুর।

চলে আসো মসজিদেতে কাছে কিংবা দুর।

আমারা হলাম নবীর সেনা, হাতে মিলিয়ে হাত।

ইসলামের উপর আঘাত আসলে করবো প্রতিবাদ।

ভয় করেনা নবীর সেনা ভয় করেনা বোমা

ইসলামের আদর্শ হলো করতে জানে ক্ষমা।