ছড়া-কবিতা: চলে যাব বহু দুরে

Sarwar Sarwar

Miran

প্রকাশিত: ৬:৩৬ অপরাহ্ণ, জুন ২৩, ২০২১

মোঃ সালাউদদীন সুজন:

——-

একদিন আমি চলে যাব, হারিয়ে যাব দুরে।

আমায়  তোমরা  আর পাবেনা এই দুনিয়া ঘুরে।

চলে যাব সত্যি করে অচিন এক পুরে।

এই দুনিয়া বেঁচে থেকে কি আর করি লাভ।

এই দুনিয়া বেঁচে থেকে করি শুধু পাপ।

তাই আমি চেয়ে নিচ্ছি আল্লাহর কাছে মাপ।

আল্লাহ যদি করেন মাপ আমার জন্য বড় লাভ।

আল্লাহ আমি তোমার কাছে  একটা জিনিষ চাই।

আমার পাপ মোচন করে মৃত্যু দিবা তাই।

এই দুনিয়া চলার পথে, অনেক ভুল আছে।

তাই আমি ক্ষমা চাই সকল বন্ধুদের কাছে।

জন্ম যখন নিয়েছি মৃত্যু আমার হবে।

সবাইকে ছেড়ে চলে যাব জানিনা আমি কবে।

টাকা পয়সা সোনা গয়না থাকবে দুনিয়া সবে।

যদি আমি চলে যায় করবে একটু দোয়া

তোমাদের দোয়া আমি যেন পাই সুখের ছোঁয়া।

আমার জন্য মায়ে কাঁদবে ভাইয়ে কাঁদবে, কাঁদবে আমার বোন

আমার ঘরের স্ত্রী কাঁদবে অল্প কিছুক্ষন।

মা পাবেনা ছেলে আর বোন পাবেনা ভাই।

একটু পরে স্ত্রী বলবে আমি চলে যাই।

এই দুনিয়ার নিলা খেলা বুঝা বড় দায়।

আমি সালাউদদীন সুজন লিখে গেলাম সত্যি কথা তাই।