সারোয়ার মিরন এর কবিতা: নষ্টতে ভ্রষ্ট

Sarwar Sarwar

Miran

প্রকাশিত: ৮:৫৮ অপরাহ্ণ, জানুয়ারি ১৭, ২০২২
—————–
নষ্টদের দখলে চলে যাক সময়ের নাটাই
আমি অনেক আগেই জেনেছি-
এ পৃথিবী আমার নয়। কখনোই ছিলো না।
এখানে গোলাপের পাপড়িতেও কালিমার দাগ
খরতাপে চৌচির নগ্ন সুবিশাল সাগরও।
এখানে ভ্রষ্ট সময়ে সুবোধেরা আসে
প্রস্থানও ঘটে যাবতীয় যাঁতাকলে।
বেঁচেও মৃতপ্রায় সত্য ধারনের সকল সুপুরুষ
কাপুরুষে এখন বিশ্বকাঁপে, হৈ হুল্লোডে মাতে
এখানে নষ্টরাই সাধু সেজে জয়গান গায়
নষ্টতেই মজে সমাজ সংসার।