রামগতিতে ৬টি গরু চুরি Sarwar Sarwar Miran প্রকাশিত: ৭:০৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০২৫ দেশালোক: লক্ষ্মীপুরের রামগতিতে এক গৃহস্থের ৬টি গরু চুরি হয়েছে। সোমবার রাত আনুমানিক তিনটা থেকে চারটার মধ্যে উপজেলার চরআলগী ইউনিয়ন ১নং ওয়ার্ড সুফিয়া বাজার এলাকা থেকে এসব গরু নিয়ে যায় সংঘবদ্ধ চোর। পুলিশ ও স্থানীয়সূত্রে জানা যায়, উপজেলার চরআলগী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাসিন্দা নুরুল আমিন কাজী এবং আক্তার হোসেন রাতে পাশের বাড়িতে শোরগোল শুনে রাস্তায় বের হন। ফিরে এসে দেখেন তাদের গোয়ালঘরের গরুগুলোই নেই। সারাদিন আশপাশের হাট-বাজারগুলোতে খোঁজ খবর নিয়েও সন্ধান পাননি। একই রাতে ঐ এলাকায় আরো তিনটি গরু নিতে না পেরে রাস্তায় রেখে যায় চোরের দল। ভুক্তভোগী নুরুল আমিন কাজী জানান, দায়-দেনা করে ছয়টি গরু নিয়ে একটি খামার শুরু করি। এখন আমার সব শেষ। তিনি জানান, গরুগুলো চুরি হওয়ায় প্রায় চার লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তার। রামগতি থানার ওসি মো: কবির হোসেন জানান, বিষয়টি জেনেছি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের পাশাপাশি ভুক্তভোগীকেও চারদিকে খোঁজ নিতে পরামর্শ দেওয়া হয়েছে। SHARES আইন আদালত বিষয়: