মেঘনার ভাংগন রোধ প্রকল্প পাস: ঢাকায় আনন্দর‌্যালী

Sarwar Sarwar

Miran

প্রকাশিত: ৬:৩১ অপরাহ্ণ, জুন ৮, ২০২১

দেশালোক: জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সভায় মেঘনা নদী তীর সংরক্ষন প্রকল্প (দ্বিতীয় পর্যায়) অনুমোদন দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাংসদ মেজর (অব:) আবদুল মান্নান, পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুককে অভিনন্দন জানিয়ে রাজধানীতে আনন্দ মিছিল করা হয়েছে।

৮জুন (মঙ্গলবার) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ আনন্দর‌্যালীর আয়োজন করে কমলনগর-রামগতি বাঁচাও মঞ্চ নামের স্বেচ্ছাসেবী সংগঠন।

এতে উপস্থিত ছিলেন সংগঠনের আহবায়ক সুপ্রীম কোর্টের আইনজীবী এ্যাডভোকেট আবদুস সাত্তার পালোয়ান, আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক কেন্দ্রীয় কমিটির সদস্য আবদুজ্জাহের সাজু, ঢাকাস্থ কমলনগর কল্যাণ সমিতির সভাপতি এমএইচ খান মিরন, সমাজ সেবক শামীম হাসনাইন সংগঠক আফজল হোসাইন (অনিক), সংগঠক শাহীনুল ইসলাম (সুমন), কাউছার রশিদ , রিদওয়ান উল্লাহ, মো: রাকিব হোসাইনসহ প্রমুখ গন্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় বক্তারা বলেন, গত ২০বছর ধরে মেঘনার ভয়াবহ ভাঙ্গনে কমলনগর ও রামগতি উপজেলা বাংলাদেশের মানচিত্র থেকে বিলিনের পথে। নদী বাঁধের দাবীতে আন্দোলন রত সংগঠন দীর্ঘদিন ধরে মানববন্ধন, মিছিল, বিক্ষোভ, সড়ক অবরোধ সহ নানা গঠনমূলক কর্মসূচী পালন করা হয়েছে। প্রকল্পটি পাস হওয়ায় ভাঙ্গন কবলিত বিধ্বস্ত, বিপর্যস্ত রামগতি কমলনগরের সাত লক্ষ মানুষের মাঝে আনন্দ ও উৎসাহ বিরাজ করছে। দ্রুততম সময়ে বাংলাদেশ সেনাবাহিনী দ্বারা প্রকল্পটি বাস্তবায়নের কাজ শুরু করার দাবি জানান তারা।

উল্লেখ্য, গত ১জুন একনেক সভায় প্রায় তিন হাজার একশো কোটি টাকার এ প্রকল্পটির অনুমোদন দেয়া হয়। প্রকল্পটির আওতায় রামগতি-কমলনগর উপজেলায় মেঘনার ভাংগন কবলিত প্রায় একত্রিশ কিলোমিটার এলাকায় কাজ বাস্তবায়ন হবে।